ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আগরতলা

আগরতলায় হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আগরতলায় হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় সুজিত হত্যা মামলার দুই আসামিকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার দুই আসামি হলেন- পাঁপড়ি আচার্য্য দাস ও সুমন রায় চৌধুরী।

সোমবার (৯ ডিসেম্বর) তাদের আগরতলার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। পরে আদালত উভয়পক্ষের আইনজীবীদের বয়ান শুনেন ও সব শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযুক্ত দু’জনকে রিমান্ড শেষে আগামী ১৩ ডিসেম্বর (শুক্রবার) আদালরতে ফের হাজির করা হবে বলেও জানান সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর।

এর আগে গত ৮ ডিসেম্বর (রোববার) রাতে রাজধানীর এ ডি নগর থানাধীন ভট্টপুকুর এলাকায় বাসিন্দা সুজিত দাস নামে এক যুবক খুন হন।

নিহত সুজিতের মা স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, তার ছেলেকে খুন করেছে তারই বিবাহিত স্ত্রী পাঁপড়ি ও তার প্রেমিক সুমন রায় চৌধুরী মিলে। তিনি তার অভিযোগে উল্লেখ করেছেন যে পাঁপড়ি এবং সুমনের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক রয়েছে। এই কারণে সুজিত খুন হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ও পাঁপড়ি এবং সুমন গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।