ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আগরতলা

২১ লাখ রুপির মাদক ধ্বংস করলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
২১ লাখ রুপির মাদক ধ্বংস করলো পুলিশ মাদক ধ্বংস। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আদালতের নির্দেশে ত্রিপুরা পুলিশের নার্কোটিকস সেলের জব্দকৃত নিষিদ্ধ কফ সিরাপ ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) পশ্চিম জেলার বোধজংনগর থানাধীন শিল্পাঞ্চলের পরিত্যক্ত এলাকায় এসব মাদক ধ্বংস করা হয়।
 
ত্রিপুরা পুলিশের নার্কোটিকস সেলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(ডিআইজি) গৌরব চক্রবর্তীর উপস্থিতিতে মাদকগুলো ধ্বংস করা হয়।

 

মাদক ধ্বংস শেষে গৌরব চক্রবর্তী বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশে মোট ১১ হাজার ৯৭২ বোতল নিষিদ্ধ কফ সিরাপ এবং এস কাফ সিরাপ তিন হাজার ১৬৩ বোতল ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ রুপি। এসব নিষিদ্ধ মাদকগুলো গত অক্টোবর মাসে ত্রিপুরার রাজধানীর বাধারঘাট এলাকার একটি গোডাউন থেকে জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।