ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রবৃদ্ধি ঘটছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রবৃদ্ধি ঘটছে

আগরতলা (ত্রিপুরা): সাম্প্রতিক বছরগুলোতে ক্রমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রবৃদ্ধি বাড়ছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী। 

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৪তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) আগরতলায় প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহেন্দ্র মোহন।

মহেন্দ্র মোহন বলেন, প্রতি বছর ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ব্যাপক সাফল্য লাভ করছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ ব্যাংকের ব্যবসা হয়েছে ৯৩০৩.৪৮ কোটি রুপি। এর আগের বছর একই সময় পর্যন্ত ব্যাংকের ব্যবসা হয়েছিল ৮২৪৯.৫৩ কোটি রুপি। গত বছরের তুলনায় এবছর ১২.৭৮ শতাংশ বেশি বেশি ব্যবসা হয়েছে। ঋণ সংক্রান্ত বিষয় বৃদ্ধি পেয়েছে ২৩.৪৮ শতাংশ। এবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের মোট লাভ হয়েছে ৪৪.৪৩ শতাংশ। এছাড়া গত কয়েক বছরে ব্যাংকের ঋণ পরিশোধের হার বেড়েছে ৮০ শতাংশের বেশি। ব্যাংক শিল্পের ক্ষেত্রে এটি অত্যন্ত ভালো চিত্র।  

মহেন্দ্র মোহন আরও বলেন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গ্রামীণ মানুষের মধ্যে ব্যাংকিং পরিষেবা আরও বিস্তৃত করতে নতুন করে ব্যাংকের শাখা এটিএম ও ঋণ প্রদান বৃদ্ধি করেছে। এছাড়াও সারা বছর ধরে খেলাধূলাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে এ ব্যাংক তার কর্মীরা অংশ নিয়ে থাকেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের জেনারেল ম্যানেজারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এসসিএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।