তবে সমাজ থেকে এখনও হারিয়ে যায়নি মূল্যবোধ ও সহানুভূতি। তাইতো তীব্র শীতের হাত থেকে তাদের রক্ষা করে একটু উষ্ণতার ছোঁয়া দিতে এগিয়ে আসছেন অনেক মানুষ।
সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার মনোবাসনা নিয়ে চিরাগ সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন আগরতলা কয়েকজন যুবক। তাদের পেশা ভিন্ন ভিন্ন হলেও এক জায়গায় মিল রয়েছে, তাহলো সমাজের জন্য কিছু করা। এ ইচ্ছে থেকে তারা সম্প্রতি একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালন করেন আগরতলা থেকে খানিকটা দূরে নরেন্দ্র নগর মুড়াপাড়া চা বাগান এলাকায়। সেখানে চা বাগানে কর্মরত দরিদ্র অংশের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তারা।
সংস্থার সাধারণ সম্পাদক কমল মল্লিক বাংলানিউজকে বলেন, তারা সব মিলিয়ে ইতোমধ্যে প্রায় ৫০০টি শীতবস্ত্র বিতরণ করেছেন।
এগুলো তারা কোথা থেকে সংগ্রহ করেছেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু তারা নিজেদের দেওয়া অর্থে কিনেছেন এবং কিছু সংগ্রহ করা হয়েছে উদারমনস্ক মানুষের কাছ থেকে। এ কাপড় সংগ্রহের জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে ছিলেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ভালো ভালো জামা-কাপড় তাদের হাতে তুলে দিয়েছেন। যেগুলো হয়তো সামান্য কিছুদিন তারা ব্যবহার করেছিলেন। আগামী কয়েকদিনের মধ্যে তারা শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে বসবাসকারী মানুষদের মধ্যে কম্বল বিতরণ করবেন।
কমল মল্লিক বলেন, শীতার্ত মানুষগুলো বিশেষ করে ছোট ছোট ছেলে-মেয়েগুলো গরম জামা-কাপড় পেয়ে যেভাবে খুশি হয়েছে তা দেখে প্রাণ জুড়িয়ে যায়। মনে নতুন অনুপ্রেরণা আসে মানুষের জন্য আরও বেশি বেশি কাজ করার।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এসসিএন/আরবি/