ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা আবারও করোনা মুক্ত রাজ্য হিসেবে চিহ্নিত হলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৮, এপ্রিল ২৪, ২০২০
ত্রিপুরা আবারও করোনা মুক্ত রাজ্য হিসেবে চিহ্নিত হলো সংগৃহীত

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা আবারও করোনা মুক্ত রাজ্য হিসেবে চিহ্নিত হলো। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একথা সুনিশ্চিত করেন।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তির এদিন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সেই সঙ্গে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং সরকারি নীতি নির্দেশিকা মেনে চলার জন্য।

ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত দুজন করোনা সংক্রমিত হয়েছে। এরমধ্যে প্রথম সংক্রমিত নারী ইতোমধ্যে সুস্থ হয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি পেয়ে চলে গিয়েছেন এবং দ্বিতীয় করোনা সংক্রমিত ব্যক্তিও আগরতলা সরকারি মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন এবং এদিন তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘন্টা, এপ্রিল ২৪, ২০২০
এসসিএন/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।