ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

কোমর সমান পানিতে ডুবলো ত্রিপুরার সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, জুলাই ২১, ২০২০
কোমর সমান পানিতে ডুবলো ত্রিপুরার সড়ক ভারী বর্ষণে ত্রিপুরার সড়কে পানি/ ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): রাজধানী আগরতলাসহ ত্রিপুরা রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (২১ জুলাই) দিনভর বৃষ্টির জেরে রাজধানী আগরতলা শকুন্তলা রোড রবীন্দ্রভবন প্রাঙ্গণ, বনমালীপুর এলাকার কিছু কিছু অংশে পানি জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এসব এলাকার রাস্তা-ঘাট, বাড়ি-ঘরসহ দোকানপাট কোমর সমান পানিতে তলিয়ে গেছে।

রাস্তায় কোমর সমান জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। একদিকে করোনার আতঙ্ক তার ওপর বৃষ্টির জেরে বিভিন্ন এলাকার রাস্তায় জমে গেছে পানি। এতে সড়ক দিয়ে চলাচল করতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। একই অবস্থা রাজ্যের অন্যান্য এলাকাগুলোতেও।  

উত্তর জেলার জেলা সদর ধর্মনগরের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে রাজ্যের নদীগুলোতে পানির স্তর বেড়ে গেছে। এভাবে বৃষ্টি নামলে রাজ্যের একাধিক নদীর পানি পাড় ভাসিয়ে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে বলে নদীপাড়ের বাসিন্দাদের ধারণা।

রাজ্যের আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে, আগামী শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত ত্রিপুরা রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও রোববার (২৬ জুলাই) পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।