ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় আন্তর্জাতিক হস্ত কারুশিল্প দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, অক্টোবর ১৫, ২০২০
আগরতলায় আন্তর্জাতিক হস্ত কারুশিল্প দিবস উদযাপিত ...

আগরতলা (ত্রিপুরা): আন্তর্জাতিক হস্ত ও কারু শিল্প দিবস বৃহস্পতিবার (১৫ অক্টোবর)।

নানা আয়োজনের মাধ্যমে ভারত সরকারের কাপড় উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে আগরতলায় আন্তর্জাতিক এই দিনটি উদযাপন করা হয়।

এই উপলক্ষে আগরতলায় বাঁশ ও বেতের তৈরি সামগ্রীর একটি প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এ দিনের এই কর্মসূচির উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন।

এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভানেত্রী অন্তরা সরকার দেব, ত্রিপুরা হস্ত তাঁত এবং কারুশিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই সাহা, ভারত সরকারের কাপড় উন্নয়ন মন্ত্রণালয়ের অন্তর্গত ডেভলপমেন্ট অফ হ্যান্ডিক্রাফট ডাইরেক্টরেট’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পম্পা কর্মকার, ত্রিপুরা ব্যাম্বু মিশনে ফিল্ড অফিসার সমীর জমাতিয়া প্রমুখ।

উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন এ দিন পরিদর্শনের পাশাপাশি ত্রিপুরার শিল্পীদের হাতে তৈরি বাঁশের মাস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নিজেই পরেন বেতের তৈরি মাস্ক।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।