ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ডা. বিদ্যুৎ বড়ুয়ার সাক্ষাৎ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ডা. বিদ্যুৎ বড়ুয়ার সাক্ষাৎ  ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রাসাইন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।
 
সম্প্রতি সাক্ষাৎকালে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান এর পক্ষ থেকে অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রাসাইনকে তিনি স্মারক প্রদান করেন।


  
এসময় চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিসি এপ্রিল-মে মাসে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসবেন বলে আশা প্রকাশ করেন।  
 
উল্লেখ্য, ভারতের প্রখ্যাত চিকিৎসকদের সঙ্গে করোনাকালে বিশেষ অবদানের জন্য ‘চিকিৎসকরত্ন’ খেতাব গ্রহণ করতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া এখন আগরতলা অবস্থান করছেন।
  
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।