ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় বি আর আম্বেদকরের জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, এপ্রিল ১৪, ২০২১
আগরতলায় বি আর আম্বেদকরের জন্মদিন উদযাপন

আগরতলা, (ত্রিপুরা): ভারতের সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের ১৩০তম জন্ম তিথি বুধবার (১৪ এপ্রিল)।

সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্যজুড়েও বি আর আম্বেদকরের জন্ম দিন উদযাপিত হয়েছে।



এদিন আগরতলার উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনের আম্বেদকরের মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপির তপশিলি জাতি মোর্চার তরফে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি মোর্চার সভাপতি ও বিধায়ক ডা. দিলীপ কুমার দাস।  

করোনা মহামারির কারণে এদিন খুব সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত সবাই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা জানান।

এদিন ১৮৯১ সালের ভারতের মধ্য প্রদেশ রাজ্যের মহোর এলাকায় জন্মগ্রহণ করেছিলেন বি আর আম্বেদকর।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।