ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

আগরতলা

শঙ্খ বাজিয়ে ইন্ডিয়া বুকে নাম লেখালেন ত্রিপুরার সম্রাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
শঙ্খ বাজিয়ে ইন্ডিয়া বুকে নাম লেখালেন ত্রিপুরার সম্রাট

আগরতলা (ত্রিপুরা): শঙ্খ বাজিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছেন ত্রিপুরার সম্রাট বসাক। দীর্ঘ ৫৫ মিনিট ২৭ সেকেন্ড একটানা শঙ্খ ধ্বনি দিয়ে রেকর্ড করেন ওই যুবক।

সম্রাট বসাকের বাড়ি ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত আমবাসা এলাকায়। তিনি গত তিন বছর ধরে নেহেরু যুব কেন্দ্র আমবাসার স্বেচ্ছাসেবক। গত ২০ আগস্ট ইন্ডিয়া বুক অব রেকর্ডস থেকে মেডেল এবং প্রশংসাপত্র পাঠিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ১১ জনুয়ারি ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে সংসদ ভবন চত্বরে আয়োজিত জাতীয় যুব সংসদ- ২০২১ অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে শঙ্খ বাজিয়ে ছিলেন। তারপর তাকে ইন্ডিয় বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ তাদের বইতে তার নাম নথিভুক্ত করুন। আগামীতে এশিয়া বুক অব রেকর্ডস এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করাই এখন সম্রাটের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।