ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

আগরতলা

ত্রিপুরায় ২৯ লাখ রুপির মাদক জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
ত্রিপুরায় ২৯ লাখ রুপির মাদক জব্দ  ত্রিপুরায় ২৯ লাখ রুপির মাদক জব্দ 

আগরতলা (ত্রিপুরা): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের জওয়ানরা অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ রুপির মাদক জব্দ করেছেন।  

রোববার (০২ জানুয়ারি) দিন ও রাতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ মাদক জব্দ করা হয়।

 

জব্দ করা মাদকগুলোর মধ্যে রয়েছে ৩,৬৮০ পিস ইয়াবা, ৭৭ কেজি গাঁজা, ৫০ বোতল বিভিন্ন ব্রান্ডের নিষিদ্ধ কফ সিরাফ ও বিয়ার এবং গবাদিপশুর ৮টি মাথা।  

জব্দ সামগ্রীগুলোর বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৭৭ হাজার ২৪ রুপি। বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার্স থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে সামগ্রীগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।