ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমায় ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
বিশ্ব ইজতেমায় ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে ছবি: সংগৃহীত

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বেও যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। এবার দ্বিতীয় পর্বে ২৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পূর্ণ হয়েছে।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ভারতের মাওলানা যোহাইরুল হাসান এসব বিয়ে পড়ান। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে তিনি নবদম্পতিদের জন্য দোয়া করেন।  

তাবলিগ জামাতের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। বিশ্ব ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বে ২৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।  

এর আগে প্রথম পর্বে (১ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়। এ নিয়ে ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে ৮৬টি যৌতুকবিহীন বিয়ের সম্পন্ন হলো।  

বিয়ের পরে নব দম্পতিদের জন্য দোয়া করা হয়। বিয়ে পড়ানোর সময় ওইসব দম্পতিদের আত্মীয়-স্বজন এবং পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
আরএস/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।