ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিশ্ব ইজতেমা

বুধবারই ইজতেমায় আসছেন মাওলানা সাদ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বুধবারই ইজতেমায় আসছেন মাওলানা সাদ ইজতেমায় আসা নিশ্চিত করেছেন মাওলানা সাদ কান্ধলভি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিল্লি তাবলিগের মারকাজ নিজামুদ্দিনের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভি শেষ পর্যন্ত টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসা নিশ্চিত করেছেন।

বুধবার (১০ জানুয়ারি) মাওলানা সাদ কান্ধলভি এবং নিজামুদ্দিনের একটি জামাত বাংলাদেশের উদ্দেশে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের ফ্লাইটে যাত্রা শুরু করবেন বলে কাকরাইলের একাধিক মুরুব্বি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

মাওলানা সাদ ও নিজামুদ্দিনের জামাতের সদস্যদের বাংলাদেশ সরকার বিশেষ কূটনৈতিক ভিসা দিয়েছে।

তারা এরইমধ্যে বাংলাদেশগামী বিমানের টিকিটও বুকিং দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।