ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমায় জিবুতির নাগরিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
বিশ্ব ইজতেমায় জিবুতির নাগরিকের মৃত্যু বিশ্ব ইজতেমা (ফাইল ফটো)

গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া আফ্রিকা মহাদেশের দেশ জিবুতির এক নাগরিক মারা গেছেন। তার নাম আব্দুর রহমান জুব্বা (৭০)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে বিশ্ব ইজতেমার বিদেশি কামরায় তার মৃত্যু হয়।

বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মন্তাজ উদ্দিন বাংলানিউজকে জানান, ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া আব্দুর রহমান জুব্বা নামে জিবুতির নাগরিক মারা গেছেন।

দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার জন্য তিনি ইজতেমায় থেকে যান। মঙ্গলবার ভোরে বিদেশি কামরায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সকাল ১০টায় জানাজা শেষে তাকে ইজতেমার কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।