ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় নানা আয়োজনে লেনিনের জন্মোৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
ত্রিপুরায় নানা আয়োজনে লেনিনের জন্মোৎসব

আগরতলা: ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের ১৪৭তম জন্মদিন ২২ এপ্রিল (শুক্রবার)। বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে লেনিনের জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে।

ত্রিপুরা রাজ্যজুড়েও সিপিআই (এম) দলের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হচ্ছে। এদিন সকালে রাজধানীর মেলার মাঠের দশরথ দেব স্মৃতি ভবনে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে দলের পতাকা উত্তোলন ও লেনিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, সংসদ সদস্য শঙ্কর প্রাসাদ দত্তসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ উপলক্ষে সন্ধ্যায় সিপিআই (এম) দলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পলিট ব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।