ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় বজ্রপাতে বৌদি-ননদের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
ত্রিপুরায় বজ্রপাতে বৌদি-ননদের মৃত্যু

আগরতলা: ত্রিপুরার গোমতী জেলায় বজ্রপাতে বৌদি কল্যাণী ত্রিপুরা (২৩) ও তার ননদ মাধুরী ত্রিপুরার (১৬) মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় গোমতী জেলার করবুক মহকুমার অন্তর্গত সীমান্তবর্তী ঘোড়াকাপ্পা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা ঘোড়াকাপ্পা এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, কল্যাণী ও মাধুরী মাঠে কাজ শেষে গোসল সেরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বেরিয়ে দেখেন দু’জনে মাটিতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাদের শিলাছড়ি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।