ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

‘হারতে পারে তৃণমূল কংগ্রেস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
‘হারতে পারে তৃণমূল কংগ্রেস’

কলকাতা: মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের জয় নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

২০১৬-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় প্রত্যাবর্তন নিয়ে সংশয় নেই দাবি করলেও সেটি সহজ নয় বলে মনে করছে এ সংবাদমাধ্যমটি।

পশ্চিমবঙ্গের ভোট নিয়ে তাকিয়ে আছে গোটা দুনিয়া। এর মধ্যে ভয়েস অব আমেরিকার এ খবর নিয়ে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে।

২০১১ সালে ৩৪ বছরের বাম সাম্রাজ্যের পতনের পর সেই খবর মার্কিন সংবাদমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। নজিরবিহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কাল্টিভেট’ করতে চান বলে মহাকরণে ছুটে এসেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

এবার ভয়েস অব আমেরিকার খবর পশ্চিমবঙ্গে আলোচনার শীর্ষে চলে আসায় কিছুটা অস্বস্তিতে শাসকদল। আর এ আলোচনাই মনোবল বাড়িয়েছে জোটের। তাই যে সম্ভাবনা কয়েক সপ্তাহ আগেই অলিক ভাবনা বলে মনে করা হচ্ছিলো, সেটাই এখন সম্ভাব্য বাস্তব বলে মনে করছেন অনেকেই। অবশ্য সব প্রশ্নের জবাব মিলবে ১৯ মে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।