ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় তরমুজ চাষে ভাগ্যবদলের চেষ্টা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ত্রিপুরায় তরমুজ চাষে ভাগ্যবদলের চেষ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলা কৃষি দফতরের উদ্যোগে পোয়াংবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় অসময়ে তরমুজ চাষ করে ভাগ্যবদলের চেষ্টা করছেন শতাধিক চাষি।

মঙ্গলবার (০৭ জুন) ত্রিপুরা কৃষি দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

শ্রীনগর, দক্ষিণ শ্রীনগর, সুভাষনগর, মাধবনগর ও রাজনগর পঞ্চায়েতে ৪০ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হচ্ছে। এছাড়া, পশ্চিম ও পূর্ব টাক্কাতুলসী, দশরথ নগর এবং দি এ ডি সি ভিলেজের উপজাতি কৃষকরাও তরমুজ চাষে মনোযোগী হয়েছেন।

এসব তরমুজ চাষে হেক্টর প্রতি ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার রুপি। কৃষি দফতর থেকে চাষিদের বিনামূল্যে তরমুজের বীজ, সার ও কীটনাশক ওষুধ সরবারহ করা হচ্ছে।

বর্ষায় যে সব টিলাবেষ্টিত জমিতে পানি জমে না, সেই সব জমিতে অসময়ের তরমুজ চাষ ভালো হয়। আগামী ভাদ্র-আশ্বিন মাসে এসব তরমুজ বিক্রি করে চাষিরা লাভবান হতে পারবেন বলে মনে করছে স্থানীয় কৃষি দফতর।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
আরআইএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।