ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় মাদকবিরোধী দিবসে মোটরসাইকেল শোভাযাত্রা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
ত্রিপুরায় মাদকবিরোধী দিবসে মোটরসাইকেল শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় মাদকবিরোধী দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৯৫ ব্যাটালিয়ানের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুন) বিএসএফ ১৯৫ ব্যাটালিয়ান দিবসটি উদযাপন করে।



ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার তুলাবাগান এলাকার বাহিনীর প্রধান কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার এসডিএম জয়ন্ত দেববর্মা, বাহিনীর কমান্ড্যান্ট অজিত কুমার সিংসহ অন্য সেনা কর্মকর্তা ও জওয়ানরা। সাদা পতাকা উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন অজিত কুমার সিং।

শোভাযাত্রাটি মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে বামুটিয়া এলাকায় এসে শেষ হয়। এ সময় মাদকবিরোধী একটি সভাও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬ 
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।