ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

আগরতলায় কবি অনিল সরকারের জন্মদিন উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
আগরতলায় কবি অনিল সরকারের জন্মদিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: পূর্ব ভারতের জনপ্রিয় কবি ও ছড়াকার ত্রিপুরা রাজ্যের সাবেক মন্ত্রী প্রয়াত অনিল সরকারের ৭৮তম জন্মদিন উদযাপন হলো বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)।

১৯৩৯ সালের এ দিনে তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামে।


 
মাসিক সাহিত্য পত্রিকা ‘আরশি কথা’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি হয় আগরতলার ধলেশ্বরে কবির বাসভবনে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, পর্যটন দফতরের মন্ত্রী রতন ভৌমিক, রাজ্যের সাবেক মন্ত্রী শিক্ষাবিদ ড. ব্রজগোপাল রায়, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, ‘আরশি কথা’র পরিচালক মণ্ডলীর অন্যতম সদস্য সিদ্ধার্থ হালদার, ত্রিপুরা রাজ্যের সাংবাদিক তথা ‘আরশি কথা’র সম্পাদক শান্তনু শর্মা, মাতৃভাষা মিশনের চেয়ারম্যান ড. গোপাল মনি দাস  ও শিক্ষাবিদ দেবব্রত দেব রায়সহ রাজ্যের অনেক কবি-সাহিত্যক ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রয়াত কবির জীবনের বিভিন্ন দিক ও কবিতার ভাবনাসহ বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।
অনিল সরকারের লেখা গান ও কবিতা পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী স্বর্নিমা রায়সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত কবি ও শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।