ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরার বড়জলা উপ-নির্বাচনে ভোটার ৩৯ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ত্রিপুরার বড়জলা উপ-নির্বাচনে ভোটার ৩৯ হাজার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগামী ১৯ নভেম্বর ত্রিপুরার ৪ নম্বর বড়জলা তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

এ উপ-নির্বাচনে মোট ৩৯ হাজার ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তাদের মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯শ’ ৭২ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১৮ হাজার ৯শ’ ৩৫ জন।

মোট ৪৮টি বুথে ভোটগ্রহণ করা হবে, ভোট নেওয়া হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে। আগামী রোব ও সোমবার (২৩ ও ২৪ অক্টোবর) আগরতলার উমাকান্ত একাডেমিতে ইভিএমের প্রথম পর্বের পরীক্ষা করা হবে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এসসিএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।