আগরতলা: ঘূর্ণিঝড ‘নাডা’র প্রভাবে তিন দিন ধরে ত্রিপুরায় ভারী বৃষ্টি হচ্ছে। লাগাতর বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার বিজয়নগর গ্রামের সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে।

রোববার (০৬ নভেম্বর) বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।

লাগাতর বৃষ্টির কারণে আগরতলা শহরের বনমালীপুর, আর এম এস, শকুন্তলা রোড ও আগরতলা পুরনিগম’র ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগর এলাকার রাস্তাঘাট ভেঙে পাশের ডোবায় তলিয়ে গেছে। ফলে শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সবমিলিয়ে ‘নাডা’র প্রভাবে ত্রিপুরাও বিপর্যয়ের সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এএটি/বিএস