ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

রোহিঙ্গা নিপীড়নে কলকাতার ‍মায়ানমার কনস্যুলেটে স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
রোহিঙ্গা নিপীড়নে কলকাতার ‍মায়ানমার কনস্যুলেটে স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদে কলকাতায় মায়ানমার কনস্যুলেট জেনারেলের অফিসে স্মারকলিপি দিয়েছে স্থানীয় ১২টি সংখ্যালঘু সংগঠন। বুধবার (৭ ডিসেম্বর) নগরীর বেগবাগানে কনস্যুলেট জেনারেল অফিসে গিয়ে সংগঠনগুলোর পাঁচ প্রতিনিধি এ স্মারকলিপি দেন।

কলকাতা: রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদে কলকাতায় মায়ানমার কনস্যুলেট জেনারেলের অফিসে স্মারকলিপি দিয়েছে স্থানীয় ১২টি সংখ্যালঘু সংগঠন।  

বুধবার (৭ ডিসেম্বর) নগরীর বেগবাগানে কনস্যুলেট জেনারেল অফিসে গিয়ে সংগঠনগুলোর পাঁচ প্রতিনিধি এ স্মারকলিপি দেন।

ভারতে রোহিঙ্গাদের পক্ষে এই প্রথম কোনো স্মারকলিপি বা প্রতিবাদলিপি দেওয়া হলো।

এর আগে, স্মারকলিপি দিতে ১২টি সংগঠনের নেতাকর্মীরা কনস্যুলেটের উদ্দেশে মিছিলসহ রওয়ানা হলে বেগবাগানে তাদের আটকায় পুলিশ। তখন পাঁচজনের প্রতিনিধি দলটি কনস্যুলেট জেনারেলের অফিসে গিয়ে মায়ানমারের প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপিটি দিয়ে আসে।

স্মারকলিপিতে মোট চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে, নির্যাতিত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে, রোহিঙ্গাদের অবিলম্বে মায়ানমারের নাগরিকত্ব দিতে হবে এবং যেসব রোহিঙ্গা দেশের বাইরে বিভিন্ন জায়গায় বাধ্য হয়ে ছড়িয়ে পড়েছে তাদের মায়ানমারে সসম্মানে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

পরে সেখানেই আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনগুলোর নেতারা বলেন, মায়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা অতিদ্রুত বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। ভারত সরকারকে এ বিষয়ে সরাসরি প্রতিবাদ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।