ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতার শীতলতম দিন রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
কলকাতার শীতলতম দিন রোববার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: এখন পর্যন্ত এ মৌসুমে কলকাতার শীতলতম দিন রোববার (১৫ জানুয়ারি)। পশ্চিমবঙ্গের রাজধানীর তাপমাত্রা কমে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।  

রাজ্যের অন্যান্য জেলায়ও বেড়েছে শীতের প্রকোপ। শান্তি নিকেতনের তাপমাত্রা ৬ ডিগ্রি ও দার্জিলিঙের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

 
 
ভারতের অন্যান্য রাজ্যেও সমানভাবে তাপমাত্রা কমছে। জম্মু ও কাশ্মীরে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। বিহারের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাঘুরি করছে।
 
দিল্লিতে প্রবল কুয়াশায় রেল চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করছে।  

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েকদিন গোটা ভারতে প্রবল শীত থাকবে। বিশেষ করে আগামী দু’দিনে তাপমাত্রা আরও নেমে যেতে পারে।  

বাংলাদেশ সময়: ১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।