ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

জলপাইগুড়িতে ‘পোস্টার আতঙ্ক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
জলপাইগুড়িতে ‘পোস্টার আতঙ্ক’ জলপাইগুড়িতে ‘পোস্টার আতঙ্ক’-ছবি-বাংলানিউজ

কলকাতা: ‘সাবধান, দিনকাল ভালো নয়, পথে চলতে চলতে হঠাৎ করেই হতে পারে অপহরণ।’ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দারের দিন কাটছে এখন এ ধরনের পোস্টার আতঙ্কে। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এ ধরনের গ‍ুজবে দেখা দিয়েছে চাঞ্চল্য। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় এ ধরনের পোস্টার দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দিলে পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়।

স্থানীয়রা ধারণা করছেন, রাতের অন্ধকারে পোস্টারগুলি কেউ দেওয়ালে লাগিয়ে দিয়েছে।  

এ ঘটনার পরে ডেপুটি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মানবেন্দ্র দাস শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। শহরে যেন কোনো গুজব না ছড়ায় সে ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে না পারলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসএস/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।