উদ্বোধন করবেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ।
এ চিত্র প্রদর্শনীর অন্যতম শিল্পী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এইচওসি জামাল হোসেন।
‘এই প্রচেষ্টার পেছনে রয়েছে একটি বিশেষ ভাবনা। শুধু চারকোণা ক্যানভাসে ছবি আঁকলে তাকে পেইন্টার বলে না। পশ্চিমা সংস্কৃতি আমাদের উপর জোর করে এ চিন্তাধারা চাপিয়ে দিয়েছে। অতীতে সাধারণ কাপড়েও ছবি আঁকা হতো। যেকোনো উপায়ে মনের ভাব রংতুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারলেই আমরা সবাই পেইন্টার। ’
ভারতে দ্বিতীয়বার ‘ষোলকলা’ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রয়াস প্রথম শুরু হয় বাংলাদেশে। এখানে শিল্পীরা নিজস্ব ঘরানায় ক্যানভাসে মনের ভাব ফুটিয়ে তোলেন। ২৪-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিল্পীরা তিনটি করে ক্যানভাস সম্পূর্ণ করবে। এরপর সেসব ছবি নিয়ে চলবে প্রদর্শনী।
জামাল হোসেন আরও বলেন, বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন ভাবনায় এ কাজ শিল্পের এক নতুন ভাষা তৈরি করবে। ইতোমধ্যে কলকাতার শিল্পমহলে এ প্রদর্শনী নিয়ে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ভিএস/আরআর/এএ