ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে প্রতি পাঁচ শিশুর মধ্যে একজনের ওজন অতিরিক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
পশ্চিমবঙ্গে প্রতি পাঁচ শিশুর মধ্যে একজনের ওজন অতিরিক্ত পশ্চিমবঙ্গে প্রতি পাঁচ শিশুর মধ্যে একজনের ওজন অতিরিক্ত

কলকাতা: ভারতে ১৪.৪ মিলিয়ন শিশু অতিরিক্ত ওজনজনিত সমস্যায় ভুগছে। এরমধ্যে পশ্চিমবঙ্গের প্রতি পাঁচ শিশুর মধ্যে একজনের এই সমস্যা রয়েছে।

সম্প্রতি ‘নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এর এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। শিশুদের স্বাস্থ্য নিয়ে এমন তথ্যে উদ্বিগ্ন স্বয়ং চিকিৎসকরাও।


 
চিকিৎসকরা জানান, কম বয়সে অতিরিক্ত ওজনজনিত সমস্যা থাকলে বড় হয়েও নানা শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। কিশোর বয়স পার হতে না হতেই এসব শিশুদের একটি বড় অংশ উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের সমস্যাসহ নানা রোগে ভুগতে শুরু করে।
 
চিকিৎসকরা আরও জানান, কম বয়সে অতিরিক্ত ওজনের শিশুদের প্রায় ৫০ থেকে ৮০ শতাংশ বড় হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না।
 
কলকাতার অ্যাপোলো হাসপাতালের শিশু বিষয়ক চিকিৎসক সুব্রত দে বলেন, অনেক ক্ষেত্রে শিশুদের অতিরিক্ত ওজনের জন্য জিনগত সমস্যা হয়। এ সমস্যা দূর করতে তিনি শিশুদের নিয়মিত খেলাধুলার পরামর্শ দিয়েছেন।

শিশুদের অনিয়মিত খাদ্যাভ্যাসই এই সমস্যার মূল কারণ। পাশাপাশি খেলাধুলার সুযোগ কমে যাওয়াও একটি বড় কারণ বলে মনে করছেন চিকিৎসকরা।

তারা জানান, অতিরিক্ত ওজনের সমস্যা জটিল আকার ধারণ করলে অনেক সময় শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে।  
 
এই মুহূর্তে সতর্ক না হলে আগামী দিনে এই সমস্যা আরও প্রকট হতে পারে বলে মত দিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।