৩৪ ডিগ্রি ভ্যাপসা গরমে এর সঙ্গে পাল্লা দিয়ে কলকাতা মহানন্দে মেতেছে দুর্গা আরাধনায়। পুরুষতান্ত্রিক সমাজের অবসান ঘটিয়ে দেবীপক্ষ শুরু হয়েছে ছয়দিন আগেই।
ষষ্ঠী মানেই দুর্গাপুজো শুরু পুরোদমে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি বলে কিছু নেই। এবার যা হবে সব ফাইনাল টাচ। বিভিন্ন মণ্ডপ ঘুরে প্রতিমা দর্শনের পালা। শুধু দেবী দর্শনই নয়, মণ্ডপের থিম, চাকচিক্যও সবকিছুই উপভোগ করা।
আর এই উন্মাদনাকে ঘিরেই পুজোর চারদিন একেবারে হই হই ব্যাপার। টানা চার দিন ছুটি। বৃষ্টির আগাম বার্তাকে মাথায় রেখে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্যণীয়। প্রথাগত ব্যস্ততা ভুলে এক অন্য আনন্দের ব্যস্ততায় মেতে উঠেছে কলকাতাবাসী। আর এই রাজপথে ব্যস্ততা সামাল দিতে পুলিশ কর্মীদের তো প্রায় নাওয়া খাওয়া মাথায় উঠেছে। কলকাতায় এত পুজো মণ্ডপ কোনটা ছেড়ে কোনটা দেখবে দর্শনার্থীরা। তাই নিয়ে হিসেব কষাকষি। সব শেষ করতে তো হবে এই চারদিনে। কলকাতার শরতের আকাশে ষষ্ঠীর রঙে রেঙে উঠেছে গলি থেকে রাজপথ।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
আরআই