ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

শহীদ ১২ ভারতীয় সেনার পরিবারকে বাংলাদেশ সরকারের সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
শহীদ ১২ ভারতীয় সেনার পরিবারকে বাংলাদেশ সরকারের সম্মাননা সম্মাননার ক্রেস্ট তুলে দিচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: বাংলানিউজ

কলকাতা: একাত্তরের স্বাধীনতাযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদ ১২ বীরসেনার পরিবারকে মুক্তিযুদ্ধ সম্মাননা দিয়েছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৬ ডিসেম্বর) কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদফতর ফোর্ট উইলিয়ামে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

১২ ভারতীয় সেনার পরিবারের সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশের মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মাননা হিসেবে দেওয়া হয় ক্রেস্ট, সনদপত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী এবং জাতির জনক বঙ্গবন্ধুর লেখা দু’টি বই (কারাগারের রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী)। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা।

গত বছরের এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রথমবারের মতো সাতজন ভারতীয় সেনার পরিবারকে সম্মাননা দেয় বাংলাদেশ সরকার। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সে সম্মাননা তুলে দেন। তারই ধারাবাহিকতা এই ১২ শহীদের পরিবারকে দেওয়া হলো সম্মাননা।

অনুষ্ঠানে বাংলাদেশের মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান দিবস। বাঙালির জাতির জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় দিবস জাতির শ্রেষ্ঠতম অর্জন। এই দিন আমাদের অপরিসীম আনন্দের দিন। আমাদের অজস্র ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন পূরণের দিন।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, আজকের এই সম্মাননা অনুষ্ঠান, পৃথিবীর এক অনন্যতম ঘটনা। পৃথিবীর ইতিহাসে কোনো জাতি বিদেশে গিয়ে তার দেশের আত্মাহুতির জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের সম্মান জানায়নি। এমনকি দ্বিতীয় মহাযুদ্ধেও তার কোনো নজির নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রথম নজির স্থাপন করলেন। ১৯৭১ সালে যেসব ভারতীয় সেনা শহীদ হন, সেই বীরশহীদদের সম্মান জানিয়েছিলেন গত বছরের (২০১৭ সাল) এপ্রিলে দিল্লি সফরে। এবার তিনি আসতে পারেননি, তার পক্ষ থেকে মন্ত্রীকে পাঠিয়েছেন ভারতীয় শহীদদের সম্মান জানানোর জন্য।

এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের সম্মাননা দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাবনে।

এর আগে সকালে ফোর্ট উইলিয়ামের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধার এক প্রতিনিধিদল।

ভারতের পক্ষে শহীদদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের তিন বাহিনীর (স্থল, নৌবাহিনী ও বিমানবাহিনী) পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধানরা। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে থেকে মেজর জেনারেল রারিক, নৌবাহিনীর পক্ষ থেকে মাহমুদ আরিফুল এবং বিমানবাহিনীর পক্ষ থেকে কাজী আবদুল মহিম শহীদদের বেদীতে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ভিএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।