ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ভারত

কলকাতা থেকে গ্রেপ্তার বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, জুলাই ৩১, ২০২৫
কলকাতা থেকে গ্রেপ্তার বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল শান্তা পাল

কলকাতা: ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছেন এক বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম শান্তা পাল (২৮)।

জানা গেছে, গত ২৮ জুলাই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় ভোটার আইডি কার্ড, একটি প্যান কার্ড এবং দুটি আধার কার্ড উদ্ধার করা হয়।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া আধার কার্ডগুলোর একটি ২০২০ সালের, যাতে বর্ধমানের ঠিকানা দেওয়া, আর অন্যটিতে উল্লেখ আছে কলকাতার ঠিকানা।

এছাড়া শান্তার কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশ বিমানের একটি আইডি কার্ড এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার একটি অ্যাডমিট কার্ডও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর পার্ক স্ট্রিট থানা শান্তার বিরুদ্ধে প্রতারণা, ফৌজদারি অপরাধ এবং ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে। আদালতে মামলাটি উপস্থাপন করা হলে বিচারক তাকে ৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কলকাতা পুলিশ জানায়, একজন বাংলাদেশি নাগরিক হয়েও শান্তার কাছে ভারতীয় পরিচয়পত্র কীভাবে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে এ বিষয়ে কারা সহযোগিতা করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শান্তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করছে তদন্ত সংস্থা।

পুলিশ জানায়, শান্তা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশে ফেরেননি।

তিনি বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা আয়োজিত ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী হয়েছিলেন।  

এছাড়াও তিনি ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামে একটি বাংলাদেশি সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটান বলে দাবি করেন। তামিল ভাষার ‘ইয়েরালাভা’ ছবিতেও নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি, পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।

ভিএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।