টিস্যু কালচার (নিরোগ চারা উৎপাদন পদ্ধতি) এবং হাইড্রোপ্রনিক (মাটি ছাড়া পানিতে চাষ পদ্ধতি) মাধ্যমে আলু ফলানোর কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারের কৃষি দফতরের উপদেষ্টা ড. প্রদীপ মজুমদার এমনই তথ্য দিয়েছেন।
তিনি বলেছেন, খুব শিগগির রাজ্যবাসীর জন্য সুখবর আসছে। এই পদ্ধতি গবেষণাগারে সফল। জমি ছাড়া খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ফলন হবে আলুর।
রাজ্য সরকারের উপদেষ্টা ড. প্রদীপ মজুমদার আরও জানিয়েছেন, এই পদ্ধতি কাজে লাগিয়ে মরুভূমির অনেক জায়গাতেই ফলন ফলানো সম্ভব হয়েছে। ভারতের রাজ্যগুলির মধ্যে আলু উৎপাদনে শীর্ষ তিনে পশ্চিমবঙ্গ। এই নয়া পদ্ধতিতে আলু উৎপাদন হলে অর্থনৈতিক দিক থেকে আরও স্বনির্ভর হবে বাংলা।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এইচএ/