শনিবার (৯ ফেব্রুয়ারি) প্রথম পাইলট ইস্যুতে অনেকগুলি ফ্লাইট বাতিল করেছিল। পরেরদিন রোববার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়াকে দুষে বেশ কয়েকটি ফ্লাইট আচমকা বাতিল করার অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে।
জানা যায়, সবচেয়ে বেশি সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে কলকাতা, চেন্নাই ও হায়দ্রাবাদ রুটে। কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর আটটি ফ্লাইট বাতিল করা হয়। হায়দ্রাবাদ থেকে পাঁচটি এবং বেঙ্গালুরু ও চেন্নাই থেকে চারটি করে ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। আর আচমকা ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তে ঘোর বিপাকে পড়েছেন যাত্রীরা।
তাদের অভিযোগ, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ফ্লাইট বাতিল করে দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। বিকল্প উপায় হিসেবে যাত্রীরা বেশি মূল্যে শেষ মুহূর্তের টিকিট কাটতে বাধ্য হচ্ছেন।
ফ্লাইট বাতিল কিংবা যাত্রীদের এই অভিযোগ নিয়ে বুধবার (১৩ ফেব্রুয়ারি) এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি ইন্ডিগোর তরফে। তবে রোববার ফ্লাইট বাতিলের বিবৃতি প্রকাশ করেছিল ইন্ডিগো।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ভিএস/এএ