বৃহস্পতিবার (০২ মে) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে বিপদ এখনও কাটেনি। কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৭৭ বছর বয়েসের এই শিল্পী। তবে তার মধ্যেও গান থেমে থাকেনি।
গত পহেলা বৈশাখেও একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। গত দুইদিন আগেও একটি সাহিত্য পত্রিকার অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতুল মুখোপাধ্যায়।
তার পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারও দু’টি সভায় যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
তার ‘বাংলায় গান গাই’ এবং ‘ডিঙা ভাসাও’ বাঙালির মনে আজও ঢেউ তোলে। তার ‘আমি বাংলায় গান গাই’ এই গানটি ২৫ বছর অতিক্রম করে ২৬ বছরে পা দিয়েছে।
শুধু মাত্র গান নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ-আন্দোলনে প্রতুল মুখোপাধ্যায় বহুদিন থেকেই অগ্রপথিকের ভূমিকা পালন করে আসছেন।
পশ্চিমবঙ্গের শিল্পী মহল থেকে সাধারণ মানুষ শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মে ০২, ২০১৯
বিএস/টিএ