এক দফা সময় পরিবর্তনের পর বিমানবন্দরটিতে শুক্রবার (০৩ মে) বিকেল ৩টা থেকে শনিবার (০৪ মে) সকাল ৮টা পর্যন্ত প্লেন ওঠা-নামা বন্ধ থাকবে।
শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গে ফণীর প্রভাব বেড়ে যাওয়া এবং পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় ঘূর্ণিঝড়টির ভয়াবহ তাণ্ডব দেখে কলকাতা বিমানবন্দরে প্লেন চলাচল বন্ধ রাখার সময় বাড়ায় কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার (০২ মে) রাতে ভারতীয় অ্যাভিয়েশন রেগুলেটর ডিজিসিএ ঘোষণা দিয়েছিল, শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার (০৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরটিতে থাকা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে উড়িষ্যার (বিজু পাটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর) ভুবনেশ্বর বিমানবন্দরেও প্লেন ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কতোগুলো ফ্লাইট।
ডিজিসিএ’র এক উপদেষ্টা জানিয়েছেন, নিরাপত্তার জন্য অগ্রিম এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে বা ইতিবাচক কোনো সংকেত পেলে পরেই এসব এলাকায় আবার ফ্লাইট চালু হবে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৯
টিএ