বৃহস্পতিবার (১৬ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীতারাম ইয়েচুরি বলেন, তৃণমূল-বিজেপি দেখাতে চাইছে, পশ্চিমবঙ্গে লড়াইটা তাদের মধ্যেই। কিন্তু এটা অসত্য ও উদ্দেশ্যমূলক ভাবে বিকৃত।
সিপিআই(এম) কর্মীরা বিভিন্ন জায়গায় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে-এ প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন, এটি উদ্দেশ্যমূলক ভাবে প্রচার করছে বিজেপি। বিজেপি-তৃণমূল তাদের নিজেদের মধ্যেই ভোট ভাগাভাগি করে নিতে চাইছে।
এ ধরনের গুজবকে তিনি ‘জঞ্জাল’ বলে উড়িয়ে দেন।
সীতারাম ইয়েচুরি বলেন, যে কয়টি আসনে সিপিআই(এম) প্রার্থীরা লড়াই করছেন, সব ক’টিতেই তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।
তিনি বলেন, দু’জনের বল কাড়াকাড়ির মধ্যে হঠাৎ ঢুকে মেসি যেমন গোল করে চলে যান, সেভাবে বামরাই স্কোর করে বেরিয়ে যাবে।
সীতারাম বলেন, সাম্প্রতিক ভোটগুলোতে যে ধরনের অশান্তি দেখা গেছে, তেমন না হলে ভালো ফল করবে বাম দলগুলো।
তার অভিযোগ, পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে।
বামফ্রন্ট ক’টি আসন পাবে- এ প্রশ্নের জবাবে সিপিআই(এম) সাধারণ সম্পাদক বলেন, শুধু গতবারের জেতা দু’টি আসন ধরে রাখা নয়, পশ্চিমবঙ্গে সঠিকভাবে ভোট হলে অনেক বেশি আসন জেতার প্রত্যাশা রয়েছে বামদের।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
একে