৩০ মে (বৃহস্পতিবার) দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। আর তাতে সৌজন্যের রাজনীতি মেনে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার (২৮ মে) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তার কাছে আমন্ত্রণপত্র আজই এসেছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠানে সম্ভবত থাকবেন তিনি।
দিল্লিতে শপথ নেবেন নরেন্দ্র মোদী। দেরিতে এলেও আমন্ত্রণ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমার কাছে আমন্ত্রণপত্র এসেছে। আজকেই পেয়েছি। অন্যন্য রাজ্যের কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়েছি। সবাই মিলে ঠিক করেছি, আনুষ্ঠানিক শপথগ্রহণ, আমরা চেষ্টা করব সেখানে থাকার। আগামীকালের মধ্যেই পৌঁছতে হবে’।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘সাংবিধানিক সৌজন্যতা রাখছি। মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করছি’।
বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, মে ২৯, ২০১৯
ভিএস/এএটি