ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

এক পশলা বৃষ্টিতে কলকাতায় স্বস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুন ৩, ২০১৯
এক পশলা বৃষ্টিতে কলকাতায় স্বস্তি হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন অনেকেই। ছবি: বাংলানিউজ

কলকাতা: বেশ কয়েকদিন ভ্যাপসা গরমের পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি নেমেছে কলকাতা জুড়ে। রোববার (২ জুন) ঝড়-বৃষ্টি হতে পারে, আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। তাদের মতে, রাজ্যে বর্ষা মৌসুম শুরু হবে জুনের মাঝামাঝি থেকে। তবে, সে সময়ের আগেই বৃষ্টিতে ভিজলেন শহরবাসী। 
 

কলকাতা আবহাওয়া অফিসের কর্মকর্তা গণেশ দাস জানিয়েছেন, পাঞ্জাব থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে।

এর সঙ্গে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ ও সংলগ্ন বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া, ঝাড়খণ্ডের ওপরও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে।  

তবে, ঝড়-বৃষ্টি হলেও এর সঙ্গে প্রাক বর্ষার সম্পর্ক আছে বলে মনে করছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরো এগিয়ে এলে বৃষ্টির পরিমাণ বাড়বে। তখন প্রাক বর্ষার শুরু বলে মনে করা হচ্ছে।  

এখন পর্যন্ত মৌসুমি বায়ু অনেকটাই দূরে অবস্থান করছে, যা আরব সাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আসেনি। আগামী ৬ জুনের আশপাশে কেরালা দিয়ে ভারতের মূল ভূখণ্ডে মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে মনে করছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এরপর রাজ্যে বর্ষার আগমন ঘটবে বলে জানান গণেশ দাস।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ০২, ২০১৯
ভিএস/ একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।