পশ্চিমবঙ্গের আলীপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাচ্ছে, সরকারি পঞ্জিকা অনুযায়ী সোমবার (১৭ এপ্রিল) পশ্চিমবঙ্গে বর্ষাকাল শুরু হয়েছে।
হালকা বৃষ্টি নামবে পশ্চিমবঙ্গের পাহাড়ে।
একইভাবে তাপপ্রবাহের সম্ভাবনা মুর্শিদাবাদ ও কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনাতেও। গরমের সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে সন্ধ্যার পর থেকে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতাসহ পশ্চিমবঙ্গের সমতলের জেলাগুলোতে।
ইতোমধ্যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে সিকিম,পশ্চিমবঙ্গের পাহাড়ে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দার্জিলিংসহ পাহাড় সংলগ্ন ৫ জেলায়।
এদিকে বর্ষা দেরি করে আসায় চাষের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের কৃষি বিজ্ঞানীরা। এর ফলে ধানের উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে বর্ষা ঢোকার ঘোষণায় কিছুটা শান্তি পেয়েছে পশ্চিমবঙ্গবাসী। আপাতত সমতলবাসী পাহাড়ে বৃষ্টির আশায় বুক বাঁধলেও তাড়াতাড়ি বঙ্গোপসাগরে চলা নিম্নচাপটি সমতলেও প্রভাব ফেলতে পারে বলে এ খবরে তারা যথেষ্ট উৎসাহিত।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
ভিএস/এএটি