কিন্তু এত দেরিতে পা রেখেও দক্ষিণবঙ্গের উপর সদয় হচ্ছে না প্রকৃতি। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ সময়েই তপ্তরোদে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো।
এদিকে বিভিন্ন বাঁধের জল তলানিতে এসে ঠেকেছে। পশ্চিমবঙ্গের নদীগুলোর জলের স্তর অনেকটাই নেমে গেছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় চাষের কাজে এরইমধ্যে যথেষ্ট ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে চাষিরা চারা লাগালেও জলের অভাবে সেগুলো মাঠেই মরে যাচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, সমতলে বেশ গরম চলবে। আগামী কয়েক দিনে আরও বাড়বে তাপমাত্রা। বজায় থাকবে আর্দ্রতাজনিত তীব্র অস্বস্তিও।
অন্যদিকে পশ্চিমবঙ্গের পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
ভিএস/জেডএস