সোমবার (২২ জুলাই) ছিল শ্রাবণ মাসের পাঁচ তারিখ। কলকাতার আকাশ দেখে কে বলবে, বর্ষাকাল চলছে।
বর্ষা যে কার্যত উধাও তা অবশ্য আবহাওয়া অফিসের তথ্যে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। ১ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ বর্ষার ঘাটতিতে দ্বিতীয়।
বর্ষার ঘাটতিতে স্বাভাবিক ভাবেই চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকেরা বলছেন, এ সময় থেকেই ধান চাষ শুরু হয়। বীজতলার কাজ শুরু হয়। ফলে বৃষ্টি না হলে সে কাজ ক্ষতিগ্রস্ত হবে। এ পরিস্থিতিতে চাষের কাজে একমাত্র সহায় ভূগর্ভের পানি। তবে তাতেও আশঙ্কা থাকছে। কারণ বর্ষা না হওয়ায় পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ পানির স্তরও অনেকটা নেমে গেছে।
পরিবেশ এবং আবহাওয়াবিদরা বলছেন, আবহাওয়া বদলের প্রভাবে বর্ষার চরিত্র বদলাচ্ছে।
এ বিষয়ে কলকাতার আবহাওয়া দফতরের কর্মকর্তা গনেশ কুমার দাস বলেন, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে বর্ষা জোর পাবে। কিন্তু এবার সে পরিস্থিতিও দেখা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ভিএস/এইচএডি