সরকারি হিসেবে, প্রতি বছরই সাপের কামড়ে ভারতজুড়ে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি।
তথ্য বলছে, মূলত সচেতনতার অভাবেই সাপের কামড়ে মৃত্যুর হার এত বেশি। তাই সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই দেশে প্রথম এ ধরনের পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
অ্যাপটিতে ইংরেজি ও বাংলা দু’টি অপশনই রয়েছে। সাপে কামড়ালে প্রথম ধাপে কি করতে হয়, কি করতে নেই, প্রাথমিক চিকিৎসা কি হওয়া উচিত, বিষ প্রতিরোধে কি করতে হবে- এ বিষয়গুলোই শেখাবে অ্যাপটি। পাশাপাশি সাপের বিষ ও এর ধরণ নিয়েও বিস্তারিত তথ্য থাকছে অ্যাপে।
এছাড়াও কীভাবে সাপের উপদ্রব কমানো যাবে, সাপের আচরণ কেমন, কোন সময়, কেমন পরিস্থিতিতে সাপে কামড়ানোর সম্ভবনা বেশি, বিষধর সাপের প্রকারভেদ- এ ধরনের সব তথ্যই দেবে ‘স্নেক বাইট অ্যান্ড পয়জন ইনফরমেশন’ অ্যাপ।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
ভিএস/এসএ