বৃহস্পতিবার (৮ আগস্ট) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বাতিলের এ ঘোষণা দেওয়া হয়।
মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আজহার আগ মুহূর্তে এমন ঘোষণা দিল ভারত সরকার।
২০১৮ সালে জবাইয়ের উদ্দেশে পশু কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করেছিল মোদী সরকার। এই নিষেধাজ্ঞা দেশটিতে বসবাসরত প্রত্যেক সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য ছিল। ফলে হিন্দু ধর্মাবলম্বীরাও তাদের ধর্মীয় রীতি পালনে বলির উদ্দেশে পশু কিনতে পারতো না। এছাড়া ভারতে নির্দিষ্ট স্থান ছাড়া কোরবানি কিংবা বলির উদ্দেশ্যে পশু জবাই দেওয়াও নিষিদ্ধ।
এদিকে নিষেধাজ্ঞা বাতিলের ঘোষণার পর কলকাতায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। সেখান থেকেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই কোরবানির পশু কিনছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
ভিএস/এসএ/