সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের বিধানসভা ভোটে কোমর বেঁধে বিজেপি- তৃণমূলের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে তাদের। তবে সম্পর্কটা কতোটা শক্ত আছে, তা দেখে নিতে তিনটি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপ-নির্বাচনে আবার বাম-কংগ্রেসের জোটের ছবি দেখা যাবে।
এর আগে এই দুই দলকে পশ্চিমবঙ্গের ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসেরে বিপক্ষে একত্রে মাঠে নামতে দেখা গিয়েছিল। পরিণতি মমতা ফের ক্ষমতা দখল করেন। তবে সেবার ভোটের শতাংশ অনেকটাই বেড়েছিল দুই দলের। তাই আরও একবার অ্যাসিড টেস্ট কেরে নিতে চাইছে দুই দল; বিধানসভা ভোটের আগে আসন্ন তিনটি কেন্দ্রের উপ-নির্বাচনে।
দুই দলের নেতৃত্বের মধ্যে যা কথা হয়েছে, তাতে খড়গপুর ও কালিয়াগঞ্জ কেন্দ্রে লড়বে কংগ্রেস। আর করিমপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিএম। তবে দুইপক্ষের নেতৃত্বই জানিয়েছে, কেবল ভোটের জন্য নয়, বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে পথে নামবে তারা।
রাজ্য সিপিএম ও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা ভোটের ভুল বোঝাবুঝি দূরে ঠেলে বিজেপিকে ঠেকাতে রাজ্যে যৌথ উদ্যোগ নিতে হবে। কারণ তাদের মতে তৃণমূল কংগ্রেসের মদদে রাজ্যে বিজেপির উত্থান। তাই জোটের বিষয়ে ফের দিল্লি থেকে উদ্যোগ নিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও কংগ্রেস সংসদ সদস্য প্রদীপ ভট্টাচার্য। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্য কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুদের মধ্যেও এ নিয়ে কথাবার্তা এক প্রকার চূড়ান্ত হয়েছে।
এক প্রশ্নে রাজ্য কংগ্রেস সভাপতি জানিয়েছেন, ২০২০ করপোরেশন ভোট ও ২০২১ সালের বিধানসভা ভোটে কংগ্রেস লড়তে চায় বামদের সঙ্গে জোট করে। পাশাপাশি বামফ্রন্টের মধ্যেও এ নিয়ে এখন আর তেমন দ্বিমত নেই বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগষ্ট ১১, ২০১৯
ভিএস/টিএ