প্রথমত, বৃষ্টির জন্য দূর-দূরান্ত থেকে জামাতে আসতে পারেনি অনেকে। দ্বিতীয়ত, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপেলক্ষে সেনাবাহিনীর প্যারেডের জন্য বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রেড রোড।
ফলে অন্যবারের তুলনায় সোমবার (১২ আগস্ট) বেশি মানুষ চোখে পড়েছে অপর একটি ঈদের জামাত দক্ষিণ কলকাতার পার্কসার্কাস অঞ্চলে।
ওই জামাতের ইমাম কামরুল আলম বাংলানিউজকে বলেন, পশ্চিমবঙ্গে শান্তিতেই উদযাপন হয় দিনটা। ফলে শান্তিতেই কলকাতাবাসী উদযাপন করছে ঈদুল আজহা। বৃষ্টি হচ্ছে, তারপরও কোরবানিও শান্তিপূর্ণভাবেই হচ্ছে। কোনো এলাকা থেকেই সমস্যার খবর আসেনি। নির্দিষ্ট স্থানে সরকারি নিয়মেই পশু কোরবানি দিতে পারছেন সবাই। পাশাপাশি সহযোগিতা করছে প্রশাসন এবং পুলিশ। এছাড়া শান্তিপূর্ণভাবে দিনটি পালন করার অনুরোধ করেছি সবাইকে। এর জন্য এক মাস আগে থেকে বাড়ি বাড়ি প্রচার চালিয়েছি। সবাইকে বোঝানো হয়েছে সরকারি নিয়ম মানতে এবং রাগের মাথায় কেউ যেনো ভুল কিছু না করে। সবাই কথা রেখেছে এবং শান্তিতেই উদযাপন হচ্ছে ঈদ।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগষ্ট ১২, ২০১৯
ভিএস/টিএ