বাদ গেলো না ধর্মীয় হানাহানি থেকে অখণ্ড ভারত গড়তে বিপ্লবীদের রক্ত ত্যাগের বার্তাও। ভাষণ শেষে কিছুক্ষণ খুদে পড়ুয়াদের সঙ্গে সময়ও কাটান প্রধানমন্ত্রী।
এছাড়া ভারতের অন্যন্য রাজ্যসহ পশ্চিমবঙ্গেও তথা কলকাতায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে কলকাতায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত রেড রোডে রাজ্য সরকারের নেতৃত্বে কলকাতা পুলিশের উদ্যোগে পালিত হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পতাকা উত্তোলনের পর সমাজে নানা অবদানের জন্য পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন নামাঙ্কিত মেডেল। প্রতিবারই এই দিনটায় পুলিশের সাহসিকতার অবদানের জন্য মেডেল তুলে দেন মমতা।
এ দিন রেড রোডে পুলিশের প্যারেডের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সামিজিক উন্নয়ন প্রকল্প বৃষ্টির পানি সংরক্ষণ ‘জল ধরো, জল ভরো’সহ রুপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার পালিত হচ্ছে রাখী উৎসবও। ভাইয়ের হাতে বোনেরা যেমনি বেঁধে দিয়েছে রাখী, তেমনি বিভিন্ন তারকারা পথে পথে সবার হাতে বাঁধছেন রাজনৈতিক রাখী।
স্বাধীনতা দিবসের সুরক্ষার কথা মাথায় রেখে সকাল থেকে যান চলাচলে আছে কড়া নজরদারি। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথা সামনে আসেনি। তবে কোনো ঝুঁকি নিতে নারাজ রাজ্য পুলিশসহ ভারতের প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগষ্ট ১৫, ২০১৯
ভিএস/টিএ