শনিবার (৭ সেপ্টম্বর) হাসপাতালের বরাত দিয়ে এক মেডিকেল বুলেটিনে এ তথ্য জানান পাঁচ চিকিৎসকের মেডিক্যাল টিম।
শ্বাসকষ্টের কারণে শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপতালে।
জানা যায়, সাবেক মুখ্যমন্ত্রীর নিউমোনিয়া ধরা পড়েছে। যা সারতে কিছুদিন সময় লাগবে। সরাসরি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। পাশাপাশি ফুসফুসের সংক্রমণ জাঁকিয়ে বসেছে। সমস্যা হচ্ছে চোখেও। তাই চলছে চোখেরও চিকিৎসা।
যদিও মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা আপাতত স্থিতিশীল। রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রাও নিয়ন্ত্রণে আছে। এছাড়া রক্তে হিমগ্লোবিনের মাত্রা অতিরিক্ত নেমে যেতে থাকায় গতকাল ও আজ মিলিয়ে ৩ ইউনিট রক্ত দেওয়া হয়েছে।
আপাতত ওনাকে পর্যবেক্ষণে রাখতে চান বলে জানিয়েছে ডাক্তার কৌশিক চক্রবর্তীর নেতৃত্বে গঠন করা পাঁচ জনের টিম।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
ভিএস/এইচএডি