ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব   ‘বাংলার পুরনারী’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

স্যার আশুতোষ মুখোপাধ্যায় মেমোরিয়াল ইনস্টিটিউট ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির উদ্যোগে ‘বাংলার পুরনারী’ বইটি পুনরায় প্রকাশের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কলকাতার ভবানীপুরের সাধন হরি মুখার্জী রোডের একটি হোটেলে আচার্য দীনেশচন্দ্র সেনের লেখা বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী

তিনি বলেন, বাংলা সাহিত্য একটি বিশাল জগত।

আজকের সুবিশাল বাংলা সাহিত্যের সমৃদ্ধির জন্য দুই বাংলার লেখক, কবি-সাহিত্যিকদের অবদান অনস্বীকার্য। আচার্য দীনেশচন্দ্র সেন ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি, মুম্বাই ও কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই, সাহিত্যিক পৃথ্বিরাজ সেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের অধ্যাপক ড. সনৎ কুমার নস্কর, ড. দেবদত্তা চক্রবর্তী, চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেন মেমোরিয়াল পাঠাগারের সভাপতি শ্যামল পালিত, আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক দেবকন্যা সেন।

চিত্ততোষ মুখোপাধ্যায় বলেন, চট্টগ্রামের কানুনগোপাড়ায় স্যার আশুতোষ কলেজ স্থাপিত হয়েছে। আমার ঠাকুরদাদার নামে কলেজটি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।

উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী সদস্য সুমন দে, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, জানে আলম জনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।