মেজর জেনারেল স্টাফ এনবি প্রসাদ বলেন, বাংলাদেশি অতিথিদের আসার পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর তরফে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারে অনুষ্ঠানে ১৩ ও ১৪ ডিসেম্বর কলকাতার প্রিন্সেপ ঘাটে হবে মিলিটারি ব্যান্ড কনসার্ট।
এছাড়া বিজয় দিবসের একদিন আগে অর্থাৎ ১৫ ডিসেম্বর ৩০ মুক্তিযোদ্ধার সঙ্গে মুখোমুখি আলোচনা ও রেড রোডে হবে ম্যারাথন দৌড়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামের ভেতর শহীদ স্মারকে শ্রদ্ধার্ঘ্যজ্ঞাপন করা হবে।
অপরদিকে, বিজয়ের মাসে বিস্ফোরক মাইন অনুসন্ধানকারী দশটি স্নিফার ডগ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে উপহার হিসেবে তুলে দিল ভারতীয় সেনাবাহিনী। শনিবার ভারত-বাংলাদেশ সীমান্ত, পেট্রাপোলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী তরফে জানা গেছে, উত্তরপ্রদেশে রাজ্যের মিরাট জেলার ‘রিমোট ভেটেনারি সেন্টার’এ স্নিফার ডগগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওইদিন অনুষ্ঠানে বাংলাদেশের কর্নেল আনোয়ারুল ইসলামের হাতে তুলে দেন ভারতীয় বাহিনীর কর্নেল কৃষ্ণাণ যাদব।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
ভিএস/এসএইচ