ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরাজুড়ে চলছে তিন দিনব্যাপী লকডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ত্রিপুরাজুড়ে চলছে তিন দিনব্যাপী লকডাউন ত্রিপুরা জুড়ে চলছে তিন দিনব্যাপী লকডাউন। ছবি- বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): করোনার প্রকোপ বৃদ্ধির কারণে সোমবার (২৭ জুলাই) থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী লকডাউন। এদিন সকাল থেকে রাজধানী আগরতলার সবকটি বাজার বন্ধ রয়েছে।

বন্ধ রয়েছে স্বল্প ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল। লকডাউনে বাইরে সাধারণ মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে।

এ লকডাউন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করা যায় এ জন্য প্রশাসনের তরফে বাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও আধা সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে। এর মধ্যেও নিতান্ত দরকারে যারা বাইরে বেরোচ্ছেন পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তাদের কাছে যথাযথ কারণ জানতে চাইছেন। উত্তরে সন্তুষ্ট না হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।  

তবে জরুরী পরিষেবা, যেমন- খাবার পানি, দুধের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ অত্যাবশ্যক পণ্যবাহী গাড়ি ও সংশ্লিষ্টদের লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।

আগরতলাসহ রাজ্যের আটটি জেলা জুড়েই কঠোরভাবে চলছে লকডাউন।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এসসিএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।