ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

শনিবার ভারতে টিকা কর্মসূচির সূচনা করবেন মোদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
শনিবার ভারতে টিকা কর্মসূচির সূচনা করবেন মোদী

কলকাতা: সমগ্র ভারতজুড়ে একসাথে শুরু হতে চলেছে করোনা ভাইরাসের গণটিকাকরণ কর্মসূচি। বিরাট এই কর্মযজ্ঞের সূচনা হবে আগামী শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

শনিবার ভার্চ্যুয়াল বৈঠকের মাধ্যমে দেশটির বিভিন্ন প্রান্তে বেশ কিছু স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। স্বাকর্মীদেরই প্রথম টিকার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওই দিন ভারতের ২ হাজার ৯৩৪টি কেন্দ্রে একসঙ্গে তিন লাখ স্বাস্থ্যকর্মীকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এক একটি সেশনে ১০০ জনকে টিকা দেওয়া হবে।

জানা গেছে, সেদিনই ‘কো উইন’ অ্যাপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের সরবরাহ এবং বিতরণের বিষয়ে নজরদারি রাখা যাবে।

এদিকে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমলেও নির্মূল হয়নি। দৈনিক করোনা শনাক্তে পশ্চিমবঙ্গে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪পরগনা জেলা। ইতোমধ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটকের ‘কোভ্যাক্সিন’।

এ দুই টিকাকরণের ক্ষেত্রে নতুন নিয়ম জারি হতে চলেছে। প্রথমে কেউ যদি কোভিশিল্ড টিকা নেন তাহলে দ্বিতীয় ডোজটিও কোভিশিল্ডের হতে হবে, কোভ্যাক্সিনের নয়। একবার যদি ভারতের কোনও রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, নির্দিষ্ট সংস্থার ভ্যাকসিন কেন্দ্র থেকে নেবে, তাহলে সেটাই জারি থাকবে ওই রাজ্যের ক্ষেত্রে। একই কেন্দ্রে দুই ধরনের টিকা দেওয়া যাবে না।

তবে রাজ্য চাইলে দুটো সংস্থার ভ্যাকসিন নিতে পারবে কেন্দ্র থেকে। সে ক্ষেত্রে রাজ্যটিকে নির্দিষ্ট জেলা বা জোন ঠিক করতে হবে। যেই জোনে কোভিশিল্ডের টিকাকরণ হবে সেখানে দ্বিতীয় ডোজ হিসেবে ২৮ দিন পর কোভিশিল্ড নিতে হবে। সেই জোনে কোনভাবে কোভ্যাক্সিন দেওয়া যাবে না।

এখনও পর্যন্ত কোভিশিল্ডের ১ কোটি ১০ লাখ ডোজ এবং কোভ্যাক্সিনের ৫৫ লাখ ডোজ রাজ্যগুলিকে সরবরাহ করাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।